উত্তর : সম্পদের ওয়ারিছও হবে না পিতা পালক মেয়ের জন্য মাহরামও হবে না। কারণ কাউকে মৌখিকভাবে বাবা-মা বলে সম্বোধন করলেই রক্তের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যায় না। যেমন আল্লাহ তা‘আলা বলেছেন,
وَ مَا جَعَلَ اَدۡعِیَآءَکُمۡ اَبۡنَآءَکُمۡ ؕ ذٰلِکُمۡ قَوۡلُکُمۡ بِاَفۡوَاہِکُمۡ ؕ وَ اللّٰہُ یَقُوۡلُ الۡحَقَّ وَ ہُوَ یَہۡدِی السَّبِیۡلَ
‘এবং তোমাদের পোষ্য পুত্রদেরকে তিনি তোমাদের (প্রকৃত) পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা মাত্র। আর আল্লাহ সত্য কথাই বলেন এবং তিনিই সরল পথ নির্দেশ করেন’ (সূরা আল-আহযাব : ৪)। অর্থাৎ মুখে কাউকে মা বলে সম্বোধন করলে সে প্রকৃত মা হয়ে যাবে না এবং কাউকে ছেলে বললে সে আপন ছেলে হয়ে যাবে না। অর্থাৎ তাদের উপর মা ও ছেলে সম্পর্কিত সংশ্লিষ্ট শারঈ বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ অন্য সন্তানদের ন্যায় সে মীরাছেরও অংশীদার হবে না, মাহারিম হিসাবেও গণ্য হবে না অর্থাৎ বৈবাহিক সম্পর্ক স্থাপন নিষিদ্ধ হওয়া সংশ্লিষ্ট বিষয়গুলোও তার উপর প্রযোজ্য হবে না।