উত্তর : না। বরং বিদায় দেয়ার সময় বলবে, أَسْتَوْدِعُ اللّٰهَ دِيْنَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيْمَ عَمَلِكَ উচ্চারণ : আস্তাওদি‘উল্ল-হা দ্বীনাকা, ওয়া আমা-নাতাকা ওয়া খাওয়া-তীমা ‘আমালিকা। অর্থ : ‘আমি তোমার দ্বীন, তোমার আমানতসমূহ এবং তোমার আমলের সমাপ্তি আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি’ (তিরমিযী, হা/৩৪৪৩, মিশকাত, হা/২৪৩৫, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : নাঈম সিদ্দীকী, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।