উত্তর : শরী‘আতের বিধান হল, ওয়াক্ত হওয়ার সাথে সাথে ছালাত আদায় করে নেয়া। কারণ ইচ্ছাকৃতভাবে ছালাতকে বিলম্ব করা কাবীরা গোনাহ। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, যদি কেউ ফজরের ছালাত ইচ্ছা করে বিলম্বে পড়ে, তাহলে আলেমদের ঐকমত্যে এই বড় কুফুরির কারণে সে কাফের। ইচ্ছা করেই সে যোহরের সময় ফজরের ছালাত আদায় করে। ঘুমের কারণে হলে ঘুম থেকে জেগেই যেন ছালাত আদায় করে নেয়। সুতরাং ভয়-শঙ্কা বা অসুস্থতার ওযর ছাড়া কেউ ছালাতকে বিলম্ব করতে পারবে না (আবূ দাঊদ, হা/৫৫১; মাজমূঊ ফাতাওয়া ইবনু বায, ১০/৩৭৪ পৃ.)।
প্রশ্নকারী : মুহাম্মাদ পারভেজ, রাজশাহী।