উত্তর : হাজীগণ ‘আরাফার ময়দানে শুধু যোহর ও আছরের ছালাত আদায় করবেন। এই ছালাত তারা ক্বছর ও জমা করবেন। অর্থাৎ এক আযান ও দুই ইক্বামতে দুই দুই রাক‘আত করে যোহর ও আছর পড়ে নিবে। প্রথমে ইক্বামত দিয়ে যোহর দুই রাক‘আত পড়ে সালাম ফিরাবে। পরে আবার ইক্বামত দিয়ে আছর দুই রাক‘আত পড়বে। এটাই সুন্নাত (ছহীহ বুখারী, হা/১৬৬২; মিশকাত, হা/২৬১৭; ছহীহ মুসলিম, হা/১২১৮; মিশকাত, হা/২৫৫৫; মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/৪৪২০; মানাসিকুল হাজ্জ, পৃ. ২৮; মুওয়াত্ত্বা মালেক, হা/১৫০৮)।