উত্তর : ঈদের ছালাতের আগে মাইকের মাধ্যমে বিভিন্ন ইসলামী গযল, জাগরণী, কুরআন তেলাওয়াত ও বক্তব্য বাজিয়ে কিংবা অনুরূপ কোন পদ্ধতিতে মানুষকে ডাকার যে পদ্ধতি মুসলিম সমাজে চালু রয়েছে তা ঠিক নয়। শরী‘আতে এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে (ফাৎহুল বারী, হা/৬২১-এর ব্যাখ্যা, ২/৪৩৬ পৃঃ, ‘আযান’ অধ্যায়, অনুচ্ছেদ-১৩)। এই বিদ‘আতী প্রথাকে বর্জন করতে হবে।
প্রশ্নকারী : মিজানুর রহমান ভূইয়াঁ, এজিই আর্মি মোমেনশাহী।