উত্তর : ছালাতের ওয়াজিব ছুটে গেলে ‘সিজদায়ে সাহু’ ওয়াজিব হবে এবং ছালাতের সুন্নাত ছুটে গেলে ‘সিজদায়ে সাহু’ সুন্নাত হবে (শাওকানী, আস-সায়লুল জাররার, ১ম খণ্ড, পৃ. ২৭৪)। তবে ছালাতে ক্বিরাআত ভুলে গেলে ‘সিজদায়ে সাহু’ দিতে হবে না। যখন ভুলক্রমে রুকূ‘, সিজদাহ, দাঁড়ানো ও বসার পরিমাণ যদি বেড়ে যায়, যখন ভুলক্রমে ছালাতের রুকন ও ওয়াজিব কম হয়ে যায় এবং যখন ছালাতের রাক‘আত সংখ্যা নিয়ে সন্দেহে পতিত হওয়ার বিষয় যদি ইমাম ছাহেব নিশ্চিত হন কিংবা সরবে ‘সুবহানাল্লাহ’ বলার মাধ্যমে মুক্তাদিগণ ভুল ধরিয়ে দেন, তখন তিনি শেষ বৈঠকে তাশাহহুদ, দরূদ ও অন্যান্য দু‘আ পাঠের পর দু’টি ‘সিজদায়ে সাহু’ দিতে হবে অতঃপর সালাম ফিরাবে (ছহীহ মুসলিম, হা/৫৭১; নাসাঈ, হা/১২৩৮-১২৩৯; মিশকাত, হা/১০১৫; ‘উছায়মীন, মাজমূ‘ঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১৪ তম খণ্ড, পৃ. ১-৪)।
প্রশ্নকারী : মুত্তালিব, চরগিরিশ, সিরাজগঞ্জ।