উত্তর : খাৎনা উপলক্ষে উক্ত কাজগুলো করার কোন বিধান নেই। এগুলো কুসংষ্কার, যা বর্জন করা আবশ্যক। খাৎনা ইসলামী বিধান, যা পালন করা আবশ্যক। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ইসলামী বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটি তার একটি হচ্ছে খাৎনা করা (বুখারী হা/৫৮৯১; মিশকাত হা/৪৪২০)।