উত্তর : যাবে। আক্বীক্বার জন্য যিলহজ্জ মাস প্রতিবন্ধক নয়। একটির সাথে আরেকটির কোন সম্পর্ক নেই। তাই সন্তান জন্মের ৭ম দিনেই আক্বীকা দিতে হবে (আবূ দাঊদ, হা/২৮৩৯; নাসাঈ, হা/৪২১৪)। সামাজিক ভাবে একটি কথা প্রচলিত আছে যে, যিলহজ্জের চাঁদ উঠলে না-কি কোন পশু যবেহ করা যায় না। এটা একটি সামাজিক কুসংস্কার। কুরবানীর চাঁদ উঠার পরও যেকোন হালাল পশু যবেহ করা যাবে (ছহীহ বুখারী, হা/৫৫৪৯)। এমনকি কুরবানীর দিন যদি আক্বীক্বার দিন হয়, তাহলে আক্বীক্বার জন্য পৃথক ছাগল যবেহ করতে হবে (নায়লুল আওত্বার, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ২৬৮ ‘আক্বীক্বা’ অধ্যায়)।
প্রশ্নকারী : রায়হান সরকার, চট্টগ্রাম।