উত্তর : যাবে। কারণ নফল ছালাত আদায়কারীর পিছনে ফরয ছালাত আদায় করা যায়। জাবের (রাযিয়াল্লাহু আনহু) বলেন,
كَانَ مُعَاذٌ رَضِىَ اللهُ عَنْهُ يُصَلِّيْ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ ثُمَّ يَرْجِعُ إِلٰى قَوْمِهِ فَيُصَلِّيْ بِهِمُ الْعِشَاءَ وَهِيَ لَهُ نَافِلَةٌ
মু‘আয ইবনু জাবাল (রাযিয়াল্লাহু আনহু) নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে এশার ছালাত আদায় করতেন। অতঃপর নিজের গোত্রে ফিরে গিয়ে তাদের এশার ছালাত পুনরায় আদায় করতেন, আর এটা তাঁর জন্য নফল হিসাবে গণ্য হবে (মুসনাদু শাফেঈ, হা/২৩৯; বায়হাক্বী, হা/১৫৩৭; দারাকুৎনী, হা/১০৮৫; ছহীহ মুসলিম, হা/৪৬৫; মিশকাত, হা/১১৫১, সনদ ছহীহ)। তবে ইমাম দুই রাক‘আত পর সালাম ফিরালে বাকী রাক‘আত পড়ে নিবে।
প্রশ্নকারী : মাসুদ রানা, মীরপুর, ঢাকা।