উত্তর : মাসবূক্বের একাকী আদায়কৃত ছালাতে ভুল হলে পুনরায় সাহু সাজদাহ করতে হবে। ইমামের সাথে কৃত সাহু সাজদাহ তার জন্য যথেষ্ট হবে না। কারণ প্রথমটি ইমামের ভুলের জন্য আর দ্বিতীয়টি তার নিজের ভুলের জন্য। আর সাহু সাজদাহ সর্বদা সমাপ্তি কালে হয়ে থাকে (আল-বাবু ফী শারহিল কিতাব, ১/৯৬; মাওয়াহিবুল জালীল, ২/৩২৫; আল-মাজমূঊ, ৪/১৪৩; কাশশাফুল ক্বিনা‘, ১/৪০৮ পৃ.)। মূলত ইমামের সালাম ফিরানোর পর ছুটে যাওয়া ছালাত আদায়ের ক্ষেত্রে মাসবূক্ব একাকী ছালাত আদায়কারীর হুকুমে পরিগণিত হয়। এখন সে আনুগত্য থেকে মুক্ত (আল-বাবু ফী শারহিল কিতাব, ১/৯৬; মুগনীউল মুহতাজ, ১/২১১ পৃ.)।
প্রশ্নকারী : সাদিক হোসেন, বড়লেখা, মৌলভীবাজার।