উত্তর : উক্ত বক্তব্য বানোয়াট ও ভিত্তিহীন। বরং এটা জান্নাতী পাথর। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, نَزَلَ الْحَجَرُ الْأَسْوَدُ مِنَ الْجَنَّةِ وَهُوَ أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ فَسَوَّدَتْهُ خَطَايَا بَنِى آدَمَ ‘হাজারে আসওয়াদ বা কালো পাথরটি জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। তখন এটি ছিল দুধের চেয়েও সাদা। কিন্তু মানুষের গুনাহ তাকে কালো করে দিয়েছে’ (তিরমিযী, হা/৮৭৭; মিশকাত, হা/২৫৭৭, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : মাহবুব, বাগমারা, রাজশাহী।