উত্তর : ছিয়াম নষ্ট হবে এবং তদস্থলে ক্বাযা ছিয়াম পালন করতে হবে। কাফফারা প্রদান করতে হবে না। আল্লাহ তা‘আলা বলেন, فَمَنِ ابۡتَغٰی وَرَآءَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡعٰدُوۡنَ ‘যারা স্ত্রী ও দাসী ব্যতীত লজ্জাস্থানকে অন্যত্র ব্যবহার করে তারা সীমালংঘনকারী’ (সূরা আল-মুমিনূন : ৭)। আল্লাহ তা‘আলা স্ত্রী এবং দাসী ব্যতীত অন্য যে কোনভাবে যৌনক্রিয়া সম্পাদনকে সীমালংঘন বলেছেন। তাই নিঃসন্দেহে হস্তমৈথুনে ছিয়াম নষ্ট হয়ে যাবে (ইবনু মাজাহ, হা/১৬৭৬; বুলূগুল মারাম, হা/৬৭১, সনদ ছহীহ)। শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, তার উপর কাফ্ফারা আবশ্যক হবে না। কেননা কাফ্ফারা শুধু স্ত্রী সহবাসের মাধ্যমে ছিয়াম ভঙ্গ হলে আবশ্যক (ফাতাওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন নং-৪৭৮)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, কল্যাণপুর, ঢাকা।