উত্তর : বাসররাতে স্ত্রীর মাথায় হাত রেখে দু‘আ পড়ার পর দু’জন এক সাথে দু’রাক‘আত ছালাত আদায় করবে এবং আল্লাহর নিকট কল্যাণ কামনা করবে। আব্দুল্লাহ ইবনু মাস‘উদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
إِذَا دَخَلَتِ الْمَرْأَةُ عَلَى زَوْجِهَا يَقُوْلُ الرَّجُلُ فَتَقُوْمُ مِنْ خَلْفِهِ فَيُصَلِّيَانِ رَكْعَتَيْنِ وَيَقُوْلُ اَللَّهُمَّ بَارِكْ لِيْ فِيْ أَهْلِيْ وَبَارِكْ لأَهْلِيْ فِيَّ اَللَّهُمَّ ارْزُقْهُمْ مِنِّيْ وّارْزُقْنِىْ مِنْهُمْ اَللَّهُمَّ اجْمَعْ بَيْنَنَا مَا جَمَعْتَ فِيْ خَيْرٍ وَفَرِّقْ بَيْنَنَا إِذَا فَرَّقْتَ فِيْ خَيْرٍ.
‘যখন স্ত্রী তার স্বামীর নিকট যাবে, তখন স্বামী দু’রাক‘আত ছালাতের জন্য দাঁড়াবে এবং স্ত্রী তার পিছনে দাঁড়াবে। অতঃপর দু’জন এক সাথে দু’রাক‘আত ছালাত আদায় করবে এবং স্বামী বলবে, হে আল্লাহ! আমার কল্যাণের জন্য আমার পরিবারে বরকত দিন এবং আমার পরিবারের কল্যাণের জন্য আমার মাঝে বরকত দিন। হে আল্লাহ! আমার পক্ষ থেকে তাদেরকে এবং তাদের পক্ষ থেকে আমাকে রিযিক দান করুন। হে আল্লাহ! আপনি ইচ্ছামত আমাদের মাঝে কল্যাণ জমা করুন এবং আপনার ইচ্ছামত কল্যাণ পৃথক করুন’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল আওসাত্ব, হা/৪০১৮; আলবানী, আদাবুয যিফাফ, পৃ. ২৪)।
প্রশ্নকারী :আব্দুর রহমান, ধুনট, বগুড়া।