উত্তর : যাকাত আদায়ে বিলম্ব করার কারণে নিঃসন্দেহে সে পাপী হবে। তাই তাকে আল্লাহর কাছে তওবা করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তার উপর আবশ্যক হচ্ছে যাকাত অনাদায়ী বছরের হিসাব করে একত্রে দ্রুত যাকাত আদায় করা (ফাতাওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন নং-৩৬০)।
প্রশ্নকারী : রেযাউল করীম, গাইবান্ধা।