উত্তর : যাবে। এটি একটি দু‘আ। আর দু‘আ যে কোন সময় করা যাবে। আল্লাহ তা‘আলা বলেন, وَ قَالَ رَبُّکُمُ ادۡعُوۡنِیۡۤ اَسۡتَجِبۡ لَکُمۡ ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব’ (সূরা আল-মুমিন : ৬০)। অন্যত্র আল্লাহ বলেন, وَ اِذَا سَاَلَکَ عِبَادِیۡ عَنِّیۡ فَاِنِّیۡ قَرِیۡبٌ اُجِیۡبُ دَعۡوَۃَ الدَّاعِ اِذَا دَعَانِ ‘আমার বান্দারা যখন তোমার কাছে আমার বিষয়ে জিজ্ঞেস করে, তখন বলে দাও যে, আমি তাদের অতীব নিকটবর্তী। আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে থাকি, যখন সে আমাকে আহ্বান করে’ (সূরা আল-বাক্বারাহ : ১৮৬)। তবে দু‘আটি রামাযানের শেষ দশকে বেশী বেশী পড়তে হবে (ইবনু মাজাহ হা/৩৮৫০, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : আবুল কালাম আজাদ, দৌলতপুর, কুষ্টিয়া।