উত্তর : পরিবার বলতে বিশেষ করে বাবা-মা হলে তাদেরকে অসন্তুষ্ট করা যাবে না। তাতে মহান আল্লাহ অসন্তুষ্ট হবেন (তিরমিযী, হা/১৮৯৯, সনদ ছহীহ)। তাই তাকে পরিবারকে বুঝাতে হবে, সময় নিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আশা করা যায় এর ফল পাবে ইনশাআল্লাহ। অথবা মহান আল্লাহ তাকে কোনভাবে সন্তুষ্ট করবেন, যা সে ধারণাই করতে পারেনি (সূরা আয-যুমার : ১০; সূরা আত-ত্বালাক্ব : ২-৩)।
প্রশ্নকারী : শাহিদ বিন সিরাজ, পাবনা।