উত্তর : ‘কুনূতে নাযেলা’ শুধু ফরয ছালাতে পড়তে হয় (আবূ দাঊদ, হা/১৪৪৩)। যুদ্ধ, শত্রুর আক্রমণ প্রভৃতি বিপদের সময়, অত্যাচারীদের প্রতি বদ দু‘আ অথবা কারোর জন্য বিশেষ কল্যাণ কামনায় আল্লাহর সাহায্য প্রার্থনা করে বিশেষভাবে এই দু‘আ পাঠ করতে হয় (ছহীহ বুখারী, হা/৪০৯৬)। ‘কুনূতে নাযেলাহ’ ফরয ছালাতের শেষ রাক‘আতে রুকূর পরে দাঁড়িয়ে ‘রব্বানা লাকাল হামদ’ বলার পরে দু’হাত উঠিয়ে সরবে পড়তে হবে (আহমাদ হা/১২৪২৫, সনদ ছহীহ)। জামা‘আতে পড়লে মুক্তাদীগণও হাত তুলে ইমামের দু‘আয় আমীন আমীন বলবে। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কখনো পাঁচ ওয়াক্তে ছালাতেই নিয়মিত পড়েছেন (আবুদাঊদ হা/১৪৪৩, ১/২০৪, সনদ হাসান)।
প্রশ্নকারী : তাওহীদ, ভারত।