উত্তর : কোন্ তারিখে ক্বদরের রাত্রি হবে সে বিষয়ে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নির্দিষ্ট করে কিছু বলে যাননি। বরং তিনি একাধিক হাদীছে বলেছেন, اِلْتَمِسُوْهَا فِى الْعَشْرِ الْأَوَاخِرِ فِىْ كُلِّ وِتْرٍ ‘তোমরা রামাযানের শেষ দশকের প্রত্যেক বেজোড় রাত্রিতে ক্বদর রাত্রি তালাশ কর’ (তিরমিযী, হা/৭৯২, সনদ ছহীহ)। অতএব ক্বদরের রাত্রি রামাযানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তালাশ করতে হবে (তুহফাতুল আওয়াযী, ৩য় খণ্ড, পৃ. ৪২৪)। উল্লেখ্য, ছহীহ মুসলিমে বর্ণিত যে হাদীছে ২৭ রামাযানের কথা এসেছে, তা একজন ছাহাবীর দাবী ও বিশ্লেষণ (ছহীহ মুসলিম, হা/৭৬২, ১১৬৯; মিশকাত, হা/২০৮৮)। তাই রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) -এর পক্ষ থেকে বর্ণিত একাধিক স্পষ্ট হাদীছের প্রতি আমল করা কর্তব্য, যেগুলোতে কেবল বেজোড় রাত্রির কথা এসেছে।
প্রশ্নকারী : শরীফুল ইসলাম, বাঘা, রাজশাহী।