উত্তর : মুসলিম রুক্বইয়্যাহকারী অমুসলিম রোগীকে রুক্বইয়্যাহ করতে পারবে। কোন এক গোত্রের কাফের সরদার বিচ্চু দ্বারা দংশিত হলে জনৈক ছাহাবী সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছিলেন (ছহীহ বুখারী, হা/২২৭৬: ছহীহ মুসলিম, হা/২২০১)। কিন্তু অমুসলিম ব্যক্তির থেকে ঝাড়ফুঁক গ্রহণ করা বৈধ হবে না। আল্লাহ তা‘আলা বলেন, اِنَّمَا یَتَقَبَّلُ اللّٰہُ مِنَ الۡمُتَّقِیۡنَ ‘আল্লাহ তো কেবল মুত্তাকীদের পক্ষ হতে কবুল করেন’ (সূরা আল-মায়েদাহ : ২৭)।
প্রশ্নকারী : সালাহউদ্দীন আহমেদ শাহিন, বগুড়া।