উত্তর : শারঈ কারণে হজ্জ বিলম্বে করলে গুনাহ হবে না এবং কাফ্ফারাও দিতে হবে না। তবে যাদের উপর হজ্জ ফরয হয়েছে, তাদের বিলম্ব করা উচিত নয়। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি হজ্জের সংকল্প করে, সে যেন তা দ্রুত সম্পন্ন করে’ (আবূ দাঊদ, হা/১৭৩২; দারেমী, হা/১৭৮৪; মিশকাত, হা/২৫২৩ ‘মানাসিক’ অধ্যায়)।
প্রশ্নকারী : চাঁন মিঞা, নাটোর।