উত্তর : মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে না। কারণ এর পক্ষে ছহীহ কোন দলীল নেই। এ সম্পর্কে আলী (রাযিয়াল্লাহু আনহু) থেকে যে হাদীছ বর্ণিত আছে তা যঈফ (আবু দাঊদ, হা/২৭৯০; তিরমিযী, হা/১৪৯৫)। উক্ত হাদীছ দলীল হিসাবে পেশ করা যাবে না। তবে যিলহজ্জ মাসের প্রথম দশ দিনের আমল যেহেতু আল্লাহ্র কাছে অধিক নেকীপূর্ণ এবং মর্যাদাসম্পন্ন, তাই এই দিনগুলোতে মসজিদ, মাদরাসা, ইয়াতীমখানায় মৃত পিতা-মাতা বা স্বামী-স্ত্রীর জন্য বেশি বেশি ছাদাক্বা করা যায় (দারেমী, হা/১৭৭৪; ইরওয়াউল গালীল, ৩/৩৯৮ পৃ., সনদ হাসান; ছহীহ বুখারী, হা/২৭৫৬)।
প্রশ্নকারী : হাসানুযযামান, রংপুর।