উত্তর : এমতাবস্থায় করণীয় হল, পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ দ্বারা যে সত্য প্রমাণিত, সে সত্যের অনুসরণ করা (হাকেম হা/৩১৮, সনদ হাসান)। উক্ত মানদণ্ডের ভিত্তিতেই মিত্রতা ও শত্রুতা নির্ধারণ করা। প্রত্যেক দল ও মতাবলম্বী যারা এ সত্যের বিরোধিতা করে তাদের কর্ম থেকে নিজেকে মুক্ত রাখা ফরয (সূরা আল-আন‘আম ১৫৩; আহমাদ হা/৪১৪২, সনদ ছহীহ)। আর সমস্ত দল, ফের্কা ও মতবিরোধ থেকে নিজেকে মুক্ত রাখলে আল্লাহ তার উপর রহমত নাযিল করবেন (হূদ ১১৮-১১৯)। কারণ আল্লাহর দ্বীন অভিন্ন। আর সেটাই ছিরাতে মুস্তাক্বীম, জান্নাতীদের পথ (তিরমিযী হা/২৬৪১, সনদ ছহীহ)। অর্থাৎ এক আল্লাহর ইবাদত করা ও তাঁর রাসূল মুহাম্মদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনুসরণ করা। সেই সাথে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, ধর্ম, দর্শনের অনুসরণ করে এবং শিরক-বিদ‘আতের সাথে জড়িত, তার থেকে সম্পর্কচ্ছেদ করা ফরয (সূরা আন‘আম ১৫৯; ছফফ ৯)। আর দাওয়াত দেয়ার ক্ষেত্রে কোমলতা, উদারতা ও দলীল-প্রমাণসহ ধৈর্যের সাথে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করতে হবে (নাহল ১২৫; ইউসুফ ১০৮)।
-আব্দুল্লাহ ফাহিম, রংপুর।