উত্তর : ইসলামী শরী‘আতে প্রতারণা করা হারাম। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا ‘যে ব্যাক্তি আমাদের ধোঁকা দিবে সে আমাদের দলভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১)। সুতরাং গরীব অসহায় মানুষকে দান করা ভাল কাজ হলেও প্রতারণার টাকা নিয়ে দান করা যাবে না।
একজন ঈমানদার, পরেযগার ও মুত্তাক্বী ব্যক্তি কখনোই ইচ্ছাকৃতভাবে অসৎ উপায় অবলম্বন করতে পারে না। আর ইসলাম কাউকে অসৎ ও অবৈধ পন্থা অবলম্বন করতে উৎসাহিত করে না। নিজের সাধ্যানুযায়ী যতটুকু পারবে দান-ছাদাক্বা করবে অন্যায়-অবৈধ পথ অবলম্বনের মাধ্যমে নয়।
প্রশ্নকারী : শরীফুদ্দীন, ঢাকা।