উত্তর : এমন ব্যক্তির জন্য তারাবীহ্ পড়িয়ে হাদিয়া নেয়া বা তার জন্য বেতন নির্ধারণ করা জায়েয নয়। সালাফে ছালিহীন এটিকে অপসন্দ করতেন। তবে অনির্ধারিতভাবে কিছু দেয়া দোষনীয় নয়। কিন্তু হ্যাঁ, তিনি যদি পাঁচ ওয়াক্তের জন্য নিয়োগপ্রাপ্ত স্থায়ী ইমাম হোন, সেক্ষেত্রে কর্তৃপক্ষের কর্তব্য হল, তাঁর জন্য এবং তাঁর পরিবারের জন্য সম্মানজনক ভাতা নির্ধারণ করা’ (মাজমূঊ ফাতাওয়া ইবনু বায, ১১/৩৫১ পৃ.; ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৬৯২১৭; ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়িমাহ, ৭/৪২০-৪২৩)।
প্রশ্নকারী : শেখ রফিকুল ইসলাম, বাগেরহাট।