উত্তর : না। খোলা মাঠে ছালাত আদায়কালে মুছল্লী নিজে সুতরা দিয়ে ছালাত শুরু করবে (বুখারী হা/৯৭৩; মির‘আত হা/৭৭৮-এর আলোচনাসহ দ্র.)। মসজিদে যেমন সুতরা দেয়ার কোন বিধান নেই, তেমনি অন্য মুছল্লীর সামনে সুতরা রেখে যাওয়ার কোন সুযোগ নেই। এটা এক ধরনের সালাকি। বরং মুছল্লী অপেক্ষা করবে (বুখারী হা/৫১০; মিশকাত হা/৭৭৬)। আর মুছল্লী থেকে যদি তিন হাত পরিমাণ দূরে থাকে তাহলে এমনিতেই চলে যেতে পারবে (ছহীহ বুখারী, হা/৪৮৪ ও ৪৭৪; মুসলিম, হা/৫০৮, শরহ নববীসহ)।
প্রশ্নকারী : মুহাম্মাদ নাছিম, ঈশ্বরদী, পাবনা।