উত্তর : শুধু দুধ বোনই মাহরাম হবে। তার যেকোন ভাই-বোন মাহরাম হবে না। আর রাযা‘আত বা দুধ পান সম্পর্কের জন্য অবশ্যই শিশুর ২ বছরের মাঝে যেকোন সময় অন্তত ৫ ঢোক দুধ পান করা প্রমাণ হতে হবে (সূরা আল-বাক্বারাহ : ২৩৩; ছহীহ বুখারী, হা/২৬৪৫)।
প্রশ্নকারী : আমীনুল ইসলাম, যশোর।