উত্তর : হিজামা করিয়ে পারিশ্রমিক গ্রহণ করা জায়েয। ইবনু ‘আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, احْتَجَمَ النَّبِيُّ ﷺ وَأَعْطَى الَّذِيْ حَجَمَهُ وَلَوْ كَانَ حَرَامًا لَمْ يُعْطِهِ ‘নবী (ﷺ) শিঙ্গা লাগালেন এবং যে তাঁকে শিঙ্গা লাগিয়েছে, তাকে তিনি মজুরী দিলেন। যদি তা হারাম হতো তবে তিনি তা দিতেন না’ (ছহীহ বুখারী, হা/২১০৩)। ইবনু ‘আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, احْتَجَمَ النَّبِيُّ ﷺ وَأَعْطَى الْحَجَّامَ ‘নবী (ﷺ) শিঙ্গা নিয়েছিলেন এবং শিঙ্গা প্রয়োগকারীকে তার মজুরী দিয়েছিলেন’ (ছহীহ বুখারী, হা/২২৭৮)। তবে ছহীহ মুসলিমের ১৫৬৮ নং এবং নাসাঈর ৪৬৭৩ নং হাদীছে এ নিষেধ এবং নিকৃষ্টের কথা বলা হলেও মূলত তা স্বাধীন ব্যক্তির জন্য নিম্ন মানের কর্ম এ হিসাবে তা বলেছেন এবং মাকরূহে তানজিহি, তাহরিমী নয়; যা উপরিউক্ত হাদীছগুলো তারই প্রমাণ বহন করে (আল-মুগনী, ৬/১৩৩)।
প্রশ্নকারী : আব্দুল মালেক বিন ইদরীস, চাঁপাইনবাবগঞ্জ সদর।