উত্তর : গোসলের সময় বা পূর্বে মেসওয়াক করার বিষয়টি সুন্নাহ হিসাবে প্রমাণিত নয়। কেউ কেউ একে মুস্তাহাব বলে উল্লেখ করেছেন। যেমন শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মেসওয়াক করা মুস্তাহাব বলা যেতে পারে, তা ওয়াজিব নয়’ (ইবন বায, মাজমূঊ ফাতাওয়া, ২৫তম খণ্ড, পৃ. ৩৪২)। তাই তা আগে করবে, না-কি পরে করবে তা একান্তই ব্যক্তিগত বিষয়; শারঈ কোন বিষয় না। মনে রাখতে হবে সাধারণত মেসওয়াক করা সুন্নাত, তবে নির্দিষ্ট সময়ের সাথে সুন্নাত বলতে হলে ওযূ বা ছালাতের পূর্বে এবং ঘুমের পূর্বে ও পরে মেসওয়াক করা সুন্নাত (ছহীহ বুখারী, হা/৮৮৭, ২৪৫; আবূ দাঊদ, হা/৫৭)।
প্রশ্নকারী : মিনহাজ পারভেজ, হড়গ্রাম, রাজশাহী।