উত্তর : ইসলাম নারীকে সুরক্ষিত রাখার জন্য সফরে নারীর সাথে মাহরাম থাকাকে ওয়াজিব করে দিয়েছে; যাতে করে মাহরাম পুরুষ নারীকে দুশ্চরিত্র ও হীন-উদ্দেশ্য চরিতার্থকারী লোকদের থেকে নিরাপদ রাখতে পারে এবং সফরে নারীর দুর্বলতায় তাকে সহযোগিতা করতে পারে। যেহেতু সফর হচ্ছে- এক টুকরো কষ্ট। তাই মাহরাম ছাড়া কোন নারীর সফর করা জায়েয নয় (ছহীহ বুখারী, হা/৩০০৬; ছহীহ মুসলিম, হা/১৩৪১)। মাহরামের ক্ষেত্রে আলেমগণ পাঁচটি শর্ত উল্লেখ করেছেন। যেমন পুরুষ হওয়া, মুসলিম হওয়া, বালেগ হওয়া, আক্বলবান হওয়া এবং এ নারীর জন্য পুরুষ লোকটি চিরস্থায়ীভাবে হারাম হওয়া। যেমন- পিতা, ভাই, চাচা, মামা, শ্বশুর, মায়ের স্বামী, দুধ-ভাই প্রমুখ (অস্থায়ীভাবে হারাম এমন পুরুষ নয়, যেমন- ভগ্নীপতি, ফুফা, খালু প্রমুখ) (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩১৮)।
প্রশ্নকারী : মুহাম্মাদ আলী, নাটোর।