উত্তর : অমুসলিমদের সাথে সাক্ষাৎ হলে সৌজন্য প্রদর্শন স্বরূপ তাদের সাথে কুশলবিনিময় করা যাবে। কিন্তু সালাম দেয়া যাবে না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ইয়াহূদী ও নাছারাদের আগ বাড়িয়ে সালাম কর না (ছহীহ মুসলিম, হা/২১৬৭; মিশকাত, হা/৪৬৩৫)। তাদেরকে আদাব বলাতে কোন সমস্যা নেই। তবে নমস্কার কোন ভাবেই বলা যাবে না।
প্রশ্নকারী : আবুবকর, মিরপুর, ঢাকা।