উত্তর : উক্ত দাবী সঠিক নয়। কারণ উক্ত আয়াত যেমন রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর নাযিল হয়েছিল, তেমনি তিনিই এর ব্যাখ্যা ভাল জানতেন। রাসূল (ﷺ) বলেছেন, ‘সূর্য যখনই অস্ত যাবে, তখনই ছায়েম ইফতার করবে’ (ছহীহ বুখারী, হা/১৯৫৪, ইফাবা হা/১৮৩০, ৪/২৭১ পৃ.; মিশকাত, হা/১৯৮৫; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৮৮৮, ৪/২২৫ পৃ.)। রাসূলুল্লাহ (ﷺ) উক্ত হাদীছের মধ্যেই রাতের আগমনের ব্যাখ্যা দিয়েছেন (ছহীহ বুখারী, হা/১৯৫৪)। এরপরও কেউ যদি দেরীতে ইফতার করে, তবে সে ইহুদী-খ্রীস্টানদের অনুসরণ করল। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘দ্বীন ততদিন বিজয়ী থাকবে, যতদিন লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে। কারণ ইহুদী-খ্রীস্টানরা ইফতার দেরীতে করে’ (আবূ দাঊদ, হা/২৩৫৩; মিশকাত, হা/১৯৯৫; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৮৯৮, ৪/২২৮-২৯ পৃঃ)। অতএব ব্যক্তিগত বুঝ অনুযায়ী কুরআনের ব্যাখ্যা দেয়া যাবে না। এতে পথভ্রষ্ট হবে এবং ক্ষতিগ্রস্ত হবে (সূরা আল-বাক্বারাহ : ২৬; ছহীহ মুসলিম, হা/২২৩, ১/১১৮ পৃ.)।
প্রশ্নকারী : সামিউল, রাজশাহী।