উত্তর : এমতাবস্থায় ইমামের সঙ্গে দু‘আগুলো পড়তে থাকবে। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণ করার জন্য (ছহীহ বুখারী, হা/৬৮৯)। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
إِذَا أُقِيْمَتِ الصَّلَاةُ فَلَا تَأتُوْهَا تَسْعَوْنَ وَأْتُوْهَا تَمْشُوْنَ وَعَلَيْكُمُ السَّكِيْنَةُ فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوْا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوْا
‘যখন ছালাতের জন্য ইক্বামত দেয়া হয়, তখন তোমরা তার জন্য দৌড়ে আসবে না বরং তোমরা তার জন্য হেঁটে আসবে যেন তোমাদের উপর শান্তি বিরাজ করে। অতঃপর যা তোমরা পাবে তা আদায় করে নিবে আর যা তোমাদের ছুটে যাবে তা (পরে) পূর্ণ করে নিবে’ (ছহীহ বুখারী, হা/৯০৮)।
প্রশ্নকারী : নাজমুল হক, মুর্শিদাবাদ, ভারত।