উত্তর : এ ব্যাপারে কোন ছহীহ হাদীছ পাওয়া যায় না। তবে যা বর্ণিত হয়েছে তা অত্যন্ত দুর্বল কিংবা জাল। যেমন, যে ব্যক্তি শুক্রবারে সূরা আলে ‘ইমরান তেলাওয়াত করে, তার জন্য সূর্য ডোবা পর্যন্ত আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তার জন্য দু‘আ করেন (ত্বাবারাণী, আল-মু‘জামুল আওসাত্ব, হা/৬১৫৭; আল-মু‘জামুল কাবীর, হা/১১০০২)। উক্ত বর্ণনার সনদে ত্বালহা ইবনু যায়েদ আল-রূকী নামের রাবী অত্যন্ত দুর্বল (মাজমাঊয যাওয়য়েদ, ২য় খণ্ড, পৃ. ১৬৮)। ইবনু হাজার (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘ত্বালহা অত্যন্ত দুর্বল। ইমাম আহমাদ ও আবূ দাঊদ তাকে হাদীছ জালকারী বলেছেন’ (ফায়যুল ক্বাদীর, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ১৯৯)। আলবানী (রাহিমাহুল্লাহ) বলেছেন, হাদীছটি জাল (যঈফুল জামে‘, হা/৫৭৫৯)।
প্রশ্নকারী : আব্দুল আযীয, দিনাজপুর।