উত্তর : বর্ণনাটি ছহীহ নয়। উক্ত বর্ণনার সনদে লাইছ ইবনু আবূ সুলাইম নামক একজন যঈফ রাবী আছে (সিলসিলা যঈফাহ, হা/২৬৯৫)। তবে অন্যত্র এ মর্মে ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। রাসূল (ﷺ) বলেন, ‘যদি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এমন মর্যাদা নির্ধারণ করা থাকে, যা সে আমল দ্বারা পাওয়ার যোগ্যতা রাখে না। তখন আল্লাহ তাকে তার শরীর, সন্তান-সন্ততি প্রভৃতিতে বিপদাপদ দিয়ে পরীক্ষা করেন এবং তাকে ঐ বিপদের উপর ধৈর্যধারণের ক্ষমতা দেন। ফলে সে আল্লাহর নির্ধারণকৃত ঐ স্থান ও মর্যাদায় পৌঁছে যায়’ (আবূ দাঊদ, হা/৩০৯০)।
প্রশ্নকারী : মুমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ।