উত্তর : মাহরাম (যার সাথে বিবাহ হারাম) ছাড়া কোন মহিলা হজ্জ সফরে যেতে পারবে না। মহিলাদের উপর হজ্জ ফরয হওয়ার জন্য মাহরাম শর্ত। কারণ মাহরাম ছাড়া সফর করা হারাম। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘নারী কোন মাহরাম ছাড়া যেন সফর না করে’ (ছহীহ বুখারী, হা/১০৮৮; মিশকাত, হা/২৫১৫)। বালেগ বা প্রাপ্ত বয়স্ক হয়নি এমন বালক মাহরাম হতে পারে না। কারণ তার নিজেরই তো অভিভাবক ও তত্ত্বাবধায়ক দরকার। অতএব এ ধরনের মানুষ অন্যের অভিভাবক বা তত্ত্বাবধায়ক হতে পারবে না। উল্লেখ্য যে, বোনের স্বামী মাহরাম নয়। অতএব বোন থাকা সত্ত্বেও বোনের স্বামীর তত্তাবধানে হজ্জে গমন করা যাবে না (মাজমূঊ ফাতাওয়া ও রাসাইল, ২১/১৯০ পৃ.)।
প্রশ্নকারী : আনোয়ার, গোদাগাড়ী, রাজশাহী।