উত্তর : উক্ত জমি যদি আপনার পিতা তার জীবদ্দশায় অন্য ভাই-বোনদের মাঝে শুধু আপনাকেই দিয়ে থাকেন, তাহলে তো গ্রহণ করা ঠিক হবে না। আর যদি মীরাছসূত্রে পেয়ে থাকেন, তাহলে সমস্যা নেই। দ্বিতীয়তঃ উক্ত জমি ছাড়া যদি আপনার আরো সম্পদ থেকে থাকে যা দিয়ে সংসার চালাতে সমস্যা না হয়, তাহলে ঐ জমি অন্য কোন অসহায় আত্মীয়-স্বজনদের দিয়ে সাময়িক উপকার করাতে শারঈ কোন পতিবন্ধকতা নেই (আবূ দাঊদ, হা/৩৩৯৫, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : নাজমুন মুনিয়া, ভাঙ্গা, ফরিদপুর।