উত্তর : পালক সন্তান সম্পদের ওয়ারিছ হবে না। কারণ পালন সন্তান প্রকৃত সন্তান না, তাছাড়া পালনকারী বাবা প্রকৃত বাবা না। আর সম্পত্তির ওয়ারিছ হতে হলে বাস্তবেই পিতা-পুত্রের সম্পর্ক প্রমাণিত হতে হবে। কেননা আল্লাহ তা‘আলা বলেন, اُدۡعُوۡہُمۡ لِاٰبَآئِہِمۡ ‘তোমার তাদেরকে তাদের পিতৃ-পরিচয়ে ডাক’ (সূরা আল-আহযাব : ০৫)। উক্ত আয়াতে পালনকারী বাবাকে পিতা সম্মোধন না করে তার প্রকৃত বাবাকেই বাবা হিসাবে সম্বোধন করতে বলা হয়েছে। কারণ পালকপুত্র তার দ্বীনী ভাই। তবে পালনকারী ব্যক্তি তার দ্বীনী ভাই হিসাবে তাকে অছিয়ত করে যেতে পারে। আর অবশ্যই অছিয়ত এর পরিমাণ এক তৃতীয়াংশ করতে পারে (ছহীহ বুখারী, হা/৫৬৬৮)। তবে ইসলামী শরী‘আতের ভিত্তিতে কাউকে পালকপুত্র হিসাবে গ্রহণ করা হারাম। কারণ এটা জাহিলী যুগের রীতি যা ইসলাম নিষিদ্ধ (ইসলামী ওয়েব, প্রশ্ন নং-২৩৪২৮৬)।
প্রশ্নকারী : আইয়ূব, বাগেরহাট।