উত্তর : হালাল রিযিক্ব অন্বেষণ করার ব্যাপারে কুরআন ও ছহীহ হাদীছে একাধিক আয়াত ও হাদীছ রয়েছে। তবে প্রশ্নে উল্লেখিত হাদীছটি যঈফ। যেমন-طَلَبُ الْحَلَالِ فَرِيْضَةٌ بَعْدَ الْفَرِيْضَةِ ‘ফরয ইবাদতের পর হালাল রিযিক্ব অন্বেষণ করা ফরয’। শাইখুল হাদীছ আল্লামা নাছিরুদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি যাঈফ ও মুনকার (যঈফুত তারগীব, হা/১০৬৭; যঈফুল জামি‘, হা/৩৬২০; সিলসিলা যঈফাহ, হা/৬৬৪৫; হিদায়াতুর রুওয়াত, হা/২৭১৩)। ইমাম ইবনু হিব্বান (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এর সনদে আব্বাদ ইবনু কাছীর আর-রামলী নামক একজন রাবী রয়েছে, যে আমার নিকট রাবী হিসাবে গ্রহণযোগ্য নয়’ (আল-মাযরূহীন, ২/১৬০; তাহযীবুত তাহযীব, ৫/১০২ পৃ.)। ইমাম হাকীম (রাহিমাহুল্লাহ) বলেন, ‘হাদীছটি মাওযূ‘ বা জাল (তাহযীবুত তাহযীব, ৫/১০৩; শু’আবুল ঈমান, ৬/২৯২০)।
প্রশ্নকারী: নেয়ামুল ইসলাম, পটুয়াখালী।