উত্তর : যাকাত ও উশরের টাকা দিয়ে ইসলামী সম্মেলন করা যাবে না। কেননা যাকাত একটি ইবাদত এবং ইসলামের রুকনসমূহের মধ্যে একটি অন্যতম রুকন বা স্তম্ভ। এটি বণ্টন করার জন্য শরী‘আতসম্মত কিছু নির্দিষ্ট খাত রয়েছে, যা মেনে চলা আবশ্যক (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৮/৩১৬-৩১৭, ৯/২৮৫ ও ৪২৩; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৪/২৬০-২৬১; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনু উছাইমীন, ১৮/৪৮৪-৪৮৬ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৫২৮১০)। ‘সঊদী আররেবর স্থায়ী ফাতাওয়া কমিটি’ এবং ‘ইসলাম ওয়েব’-এর আলেমগণ বলেন, إن الجهة المذكورة ليست من مصارفها الشرعية ‘উল্লিখিত ক্ষেত্রটি শরী‘আতসম্মত খাতের অন্তর্ভুক্ত নয়’ (সূরা আত-তাওবাহ: ৬০; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৮/৪০২ পৃ.; ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৪২০০৫)।
প্রশ্নকারী : উমর ফারুক, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।