উত্তর : আল্লাহ তা‘আলা খিযির (আলাইহিস সালাম)-কে দিয়েছিলেন এক বিশেষ জ্ঞান (সূরা আল-কাহফ : ৬৫, ৭৯- ৮২; ছহীহ বুখারী, হা/৩৪০১; ছহীহ মুসলিম, হা/২৩৮০)। তিনি নবী ছিলেন কি-না সে বিষয়ে মতভেদ থাকলেও বিশুদ্ধ বক্তব্য হল, তিনি নবী ছিলেন (ফাতাওয়া লাজনা দায়েমাহ, ৩য় খণ্ড, পৃ. ২৮৬-২৮৮; ফাতাওয়া ইবনে বায, ৯ম খণ্ড, পৃ. ২৮৭; সিলসিলা যঈফাহ, হা/৫৩৫৩-এর আলোচনা দ্রঃ)। কেউ বলেছেন, অলী বা সৎ ব্যক্তি ছিলেন। আল্লাহ অধিক জ্ঞাত (তাফসীর ইবনু কাছীর, ৫ম খণ্ড, পৃ. ১৮৭)।
প্রশ্নকারী : আবু তাহের, রংপুর।