উত্তর : দাফনের পর মৃত ব্যক্তির জন্য দু‘আ করা শরী‘আতসম্মত। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমাদের ভাইয়ের জন্য (আল্লাহ তা‘আলার নিকট) ক্ষমা প্রার্থনা কর ও দু‘আ কর, যেন তাকে এখন (ফেরেশতাগণের প্রশ্নোত্তরে) ঈমানের উপর সুদৃঢ় থাকার শক্তি-সামর্থ্য দেন। কেননা এখনই তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে’ (আবূ দাঊদ, হা/৩২২১, সনদ ছহীহ)। তবে সম্মিলিত মুনাজাত বিদ‘আত। কারণ এমর্মে কোন দলীল পাওয়া যায় না (ছহীহ মুসলিম, হা/১৭১৮)।
প্রশ্নকারী : ফারহান শাহরিয়ার, রংপুর।