উত্তর : মূর্তি পূজা শিরক, যার পরিণাম জাহান্নাম (সূরা আল-আন‘আম : ৭৪)। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমর ইবনু আমের সর্বপ্রথম মূর্তির নামে উটনি মুক্ত হস্তে ছেড়ে দেয় এবং মূর্তি সমূহের ইবাদত করে। আমি তাকে দেখেছি সে তার নাড়িভুঁড়ি জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে (মুসনাদে আহমাদ, হা/৪৩৪৬; সিলসিলা ছহীহাহ, হা/১৬৭৭)।
প্রশ্নকারী : ওয়ালীমা খাতুন, সাতক্ষীরা