উত্তর : ছিয়াম অবস্থায় ওযূ করার পর স্ত্রীকে স্পর্শ করার কারণে যদি ‘মযী’ নির্গত হয়, তবে ওযূ ভঙ্গ হবে (ছহীহ বুখারী, হা/১৩২, ইফাবা হা/১৩৪, ১/৯৩ পৃঃ; তিরমিযী, হা/১১৪-১১৫, সনদ ছহীহ), ছিয়াম ভঙ্গ হবে না। আর ‘মযী’ নির্গত না হলে ওযূও ভঙ্গ হবে না। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কখনো তাঁর কোন স্ত্রীকে চুম্বন করতেন এবং ওযূ না করেই ছালাতে বের হতেন (আবু দাঊদ, হা/১৭৯; নাসাঈ, হা/১৭০; মিশকাত, হা/৩২৩; বঙ্গানুবাদ মিশকাত, হা/২৯৮, ২/৫৪ পৃ.)। তিনি ছিয়াম অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন (ছহীহ বুখারী, হা/১৯২৭; মিশকাত, হা/২০০০)। তবে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজেকে সর্বাধিক নিয়ন্ত্রণকারী ব্যক্তি ছিলেন (ছহীহ বুখারী, হা/১৯২৭; মিশকাত, হা/২০০০)। তাই অন্যদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
প্রশ্নকারী : রেযওয়ান, গাইবান্ধা।