উত্তর : কাফির ও মুশরিকের মাঝে শব্দগত কিছু পার্থক্য থাকলেও মৌলিকভাবে কুরআনে কাফের ও মুশরিকদের একভাবেই উল্লেখ করা হয়েছে। যেমন কাফির শব্দের অর্থ অস্বীকারকারী, গোপনকারী। কাফের বলার কারণ তারা আল্লাহর নে‘মতকে অস্বীকার করে এবং ঈমানকে গোপন করে। আর মুশরিক অর্থ যারা শরীক স্থাপন করে। মুশরিক বলার কারণ তারা ইবাদতের ক্ষেত্রে ও বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক স্থাপন করে। প্রকৃতার্থে যে মুশরিক সেই কাফির, আবার যে কাফির সে মুশরিকও। আল্লাহর বাণী-
اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا سَوَآءٌ عَلَیۡہِمۡ ءَاَنۡذَرۡتَہُمۡ اَمۡ لَمۡ تُنۡذِرۡہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ
‘যারা কুফরী করেছে আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তারা ঈমান আনবে না’ (সূরা আল-বাক্বারাহ : ৬)। এখানে কাফের বলতে আরবের কাফির-মুশরিকদের বুঝানো হয়েছে (তাফসীরে সা‘আদী, পৃ. ৪১)। এমনকি কুরআনের বর্ণনানুযায়ী আহলে কিতাব বা ইয়াহুদী-খ্রিষ্টানরাও কাফির (সূরা আল-বাইয়্যিনাহ : ৬)।
প্রশ্নকারী : যাকারিয়া, নওগাঁ।