উত্তর : মেয়েরা মাসিক অবস্থায় কুরআন স্পর্শ করে তেলাওয়াত করতে পারবে না। আল্লাহ বলেন, ‘যারা সম্পূর্ণ পবিত্র তারা ছাড়া অন্য কেউ তা সম্পর্শ করবে না’ (সূরা আল-ওয়াক্বিয়াহ : ৭৯)। যিকির হিসাবে স্পর্শ ছাড়াই পড়তে পারে। কিন্তু যারা কুরআনের হাফেয এবং হেফযের ছাত্রী- ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের জন্য হাতে গ্লাভস দিয়ে কুরআন তেলাওয়াত করাতে বাধা নেই। ইমাম আবূ হানীফা, ইমাম আহমাদ বিন হাম্বল, ইমাম শাফেঈ (রাহিমাহুমুল্লাহ)-সহ অধিকাংশ বিদ্বানের নিকট হায়েয বা অপবিত্র অবস্থায় কুরআন পড়া নিষিদ্ধ। ইমাম ইবনু তায়মিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি কুরআন ভুলে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তাদের জন্য কুরআন তেলাওয়াত করা যায়েয’ (কুয়েত ফিক্বহ বিশ^কোষ, ১৮/৩২১ পৃ.)।
প্রশ্নকারী : মুক্তা, ঢাকা।