উত্তর : বর্ণিত হাদীছটি ছহীহ। রাসূল (ﷺ) বলেন, مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ في يَوْمَ جُمُعَةٍ أَضَاءَ لَهُ مِنَ النُّورِ مَا بَيْنَهُ وَبَيْنَ الْبَيْتِ الْعَتِيقِ ‘যে ব্যক্তি জুমু‘আর দিন সূরা কাহ্ফ পড়বে তার জন্য এমন নূর থাকবে, যা তার মাঝে এবং বায়তুল আতীক তথা কা‘বা ঘর পর্যন্ত আলোকিত হবে’ (বায়হাক্বী, শু‘আবুল ঈমান, হা/২৭৭৭; সনদ ছহীহ, ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/৭৩৬)।
প্রশ্নকারী : মারুফা খাতুন, শিবগঞ্জ, বগুড়া।