উত্তর : যদি প্রতিনিয়ত ছালাতের সময় নষ্ট করে দেয়, তাহলে আওয়াল ওয়াক্তে একাকী ছালাত আদায় করে নিবে। পরবর্তীতে চাইলে মসজিদের জামা‘আতে অংশগ্রহণ করতে পারবে। রাসূল (ﷺ) আবূ যার (রাযিয়াল্লাহু আনহু)-কে বললেন, যখন আমীর বা নেতারা ছালাতকে বিলম্ব করে দেয়, তখন তোমার করণীয় কী? আবূ যার (রাযিয়াল্লাহু আনহু) বললেন, আপনি কী করতে আদেশ করেন? রাসূল (ﷺ) বললেন, ছালাতের মূল সময়ে ছালাত আদায় করে নিবে অতঃপর যদি জামা‘আত পাও, তাহলে তাদের সাথেও ছালাত আদায় করবে; যা তোমার জন্য নফল হিসাবে গণ্য হবে’ (ছহীহ মুসলিম, হা/৬৪৮)।
প্রশ্নকারী : সাদেকুর রহমান, মিরপুর-১, ঢাকা।