উত্তর : নানীর আপন ভাইয়ের মেয়ে পুরুষের জন্য গায়রে মাহরাম। অর্থাৎ তাদের সাথে বিয়ে জায়েয, পরস্পর দেখা-সাক্ষাৎ করা যাবে না। কারণ যাদের সাথে বিবাহ নাজায়েয বা দেখা করা জায়েয তাদের তালিকায় নানীর ভাই-ই পড়ে না। সুতরাং তার সন্তান অবশ্য গায়রে মাহরাম (সূরা আন-নূর : ৩১; সূরা আন-নিসা : ২৩)।
প্রশ্নকারী : হাফিযুর রহমান, সাতক্ষীরা।