উত্তর : উক্ত দাবী সঠিক নয়। কারণ মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা আল্লাহর জন্য হজ্জ ও ওমরাহ সম্পাদন কর’ (সূরা আল-বাক্বারাহ : ১৯৬)। ওমরাহ করার সাথে হজ্জের সামর্থ্য থাকার কোন সম্পর্ক নেই। তাই কেউ চাইলে শুধু ওমরাহ করতে পারে। তাছাড়া মক্কা-মদীনায় অবস্থানকারী ব্যক্তিরা অনেকবার ওমরাহ করতে পারলেও তাদের হজ্জ করার সামর্থ্য বা সুযোগ হয় না। কারণ হজ্জের জন্য সামর্থ্য থাকা শর্ত (সূরা আলে ইমরান : ৯৭)।
প্রশ্নকারী : আলম, সিরাজগঞ্জ।