উত্তর : যেকোন অশ্লীল উপন্যাস, নাটক বিক্রি করা ও ক্রয় করা হারাম (তিরমিযী হা/১২৮২, সনদ হাসান)। আল্লাহ তা‘আলা বলেন, ‘নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন, তোমরা জানো না’ (সূরা আন-নূর : ১৯)। অন্য আয়াতে বলেন, ‘নেককাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না’ (সূরা আল-মায়েদাহ: ২)। আয়াতে বর্ণিত সৎকাজ ও পাপকাজের সংজ্ঞায় রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সৎকাজ হচ্ছে, সচ্চরিত্রতা। আর পাপ হচ্ছে, যা তোমার অন্তরে উদিত হয় অথচ তুমি চাও না যে, মানুষ সেটা জানুক’ (ছহীহ মুসলিম, হা/২৫৫৩)। অপর হাদীছে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সৎকাজ হচ্ছে, যাতে অন্তর শান্ত হয়, চিত্তে প্রশান্তি আসে। আর পাপ হচ্ছে, যাতে অন্তরে শান্ত হয় না এবং চিত্তেও প্রশান্তি লাভ হয় না, যদিও ফৎওয়াপ্রদানকারীরা তোমাকে ফাতাওয়া দিয়ে থাকুক’ (আহমাদ, ৪/১৯৪)। অতএব ইসলাম বিরোধী যে কোন কর্মকাণ্ডে জড়িত থাকা সেটা ব্যবসা-বাণিজ্যে হোক বা অন্য যে কোন উপায়ে হোক তা হারাম বলে গণ্য হবে।
প্রশ্নকারী : সাজ্জাদ হোসাইন, দিনাজপুর।